
অনলাইন ডেস্ক ২৩ মার্চ ২০২৪ , ১:২৯:১৭
সাংবাদিককে তথ্য না দিয়ে উল্টো জেলে পাঠানোর শেরপুরের নকলা উপজেলার সেই নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিনকে তলব করেছে তথ্য কমিশন।
আগামী ২ এপ্রিল তাকে কমিশনে সশরীরে হাজির হয়ে বিষয়টি ব্যাখ্যা দিতে হবে।
শুক্রবার (২২ মার্চ) তথ্য কমিশনের জনসংযোগ কর্মকর্তা লিটন কুমার প্রামাণিক তলব করার বিষয়টি নিশ্চিত করে বলেন, গত বৃহস্পতিবার (২১ মার্চ) ওই ইউএনওকে সমন দেওয়া হয়েছে।
তথ্য চাওয়ায় শেরপুরের নকলা উপজেলায় কর্মরত সাংবাদিক শফিউজ্জামান রানাকে অসহযোগিতা করার অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিনকে তলব করেছে তথ্য কমিশন।

জানা যায়, দৈনিক দেশ রূপান্তর পত্রিকার নকলা উপজেলা সংবাদদাতা শফিউজ্জামান রানা ত্রাণ ও স্থানীয় সরকার শাখার বিভিন্ন প্রকল্পের বিষয়ে তথ্য চেয়ে তথ্য অধিকার আইনে দুটি আবেদন করেন। এনিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন ক্ষিপ্ত ছিলেন। পরবর্তীতে গত ৫ মার্চ জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রকল্পের ৫০ লাখ টাকা ব্যয়ের তথ্য চেয়ে তথ্য অধিকার আইনে আরেকটি আবেদন করেছিলেন রানা। কিন্তু আবেদনের প্রাপ্তি স্বীকারের কপি দেওয়া নিয়ে একপর্যায়ে ইউএনও কার্যালয়ে পুলিশ ডেকে তাকে অসদাচরণের জন্য আটক করেন ইউএনও।
পরে সহকারী কমিশনার (ভূমি) শিহাবুল আরিফ ওই কার্যালয়ে ডেকে নিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাংবাদিক রানাকে ছয় মাসের কারাদণ্ড দেন। এ জন্য তথ্য চাওয়ায় শফিউজ্জামান রানাকে অসহযোগিতা করার অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে ইউএনও তলব করা হয়েছে।
এর আগে তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুককে আইন অনুযায়ী অনুসন্ধান কার্যক্রম সম্পন্ন করে প্রতিবেদন কমিশনে দাখিল করতে বলা হয়। শহিদুল আলম ঝিনুক অনুসন্ধান করে প্রতিবেদন কমিশনে দাখিল করার পর কমিশনের পক্ষ থেকে এ আদেশ দেওয়া হয়।







































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































