
অনলাইন ডেস্ক ৯ আগস্ট ২০২৪ , ৫:০৬:১৩
ইরানে এক দিনে ২৯ জনকে ফাঁসি দেয়া হয়েছে। স্থানীয় সময় গত বুধবার তাদের ফাঁসি কার্যকর করা হয়। এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এ তথ্য জানায়।

নরওয়ে-ভিত্তিক ইরান হিউম্যান রাইটস অর্গানাইজেশন (এইচআরএনজিও) অনুসারে, দেশটির গেজেলহেসার কারাগারে ২৬ জন বন্দির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। অন্যদিকে, কারাজ কেন্দ্রীয় কারাগারে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
এইচআরএনজিওর পরিচালক মাহমুদ আমিরি-মোগাদ্দাম এক বিবৃতিতে বলেছেন, “ইসরায়েলের সাথে ইরানের উত্তেজনার বিষয়ে বৈশ্বিক মনোযোগকে কাজে লাগিয়ে ইসলামিক প্রজাতন্ত্র বন্দিদের এই ফাঁসি কার্যকর করে। “
মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২৯ জনের মধ্যে ১৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে হত্যার অভিযোগে। যাদের মধ্যে সাতজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে মাদক সংক্রান্ত অভিযোগে এবং তিনজনের ধর্ষণের অভিযোগে।
এইচআরএনজিও আরও জানিয়েছে যে স্থানীয় সময় বুধবার অতিরিক্ত দুই নারীর মৃত্যুদণ্ড কার্যকর করার রিপোর্ট পেয়েছিল। তবে এখনও পর্যন্ত রিপোর্টটির সত্যতা নিশ্চিত করতে পারেনি তারা।





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































