
অনলাইন ডেস্ক ৫ এপ্রিল ২০২৪ , ৮:২১:১১
নেত্রকোনায় মাদকসহ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবু রায়হান প্রবানকে (৩২) গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় তার সহযোগী তফসির খান (২৫) নামেও আরেক যুবককে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় মামলা দিয়ে শুক্রবার (৫ এপ্রিল) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
এরআগে বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকেল ৫টায় জেলার বারহাট্টা উপজেলার গোপালপুর বাজার থেকে তাকে হেরোইনসহ আটক করা হয়। পরে রাত নয়টায় নেয়া হয়েছে থানায়।
পরে মাদক আইনে মামলা দিয়ে তাকে কোর্টে পাঠানোর সত্যতা নিশ্চিত করেছেন নেত্রকোনা ডিবি পুলিশের ওসি (পূর্ব) মো. সাইদুর রহমান।
আটক আবু রায়হান প্রবান মোহনগঞ্জ উপজেলার মাঘান-শিয়াধার ইউনিয়নের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিকের ছেলে।
অভিযান পরিচালনাকারী ডিবি পুলিশের এসআই মো. সাদ্দাম হোসেন জানায়, গোপন সংবাদে বারহাট্টা উপজেলার গোপালপুর বাজারে অভিযান চালানো হয়। পরে জনসম্মুখে প্রবানের শরীর তল্লাশি করে এক গ্রাম হেরোইন পাওয়া যায়। তার সহযোগী তফসির খানকেও আটক করা হয়েছে।
জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আওয়াল শাওন বলেন, ‘ছাত্রলীগে মাদকসেবী ও কোনো সন্ত্রাসীর জায়গা হবে না। প্রবানের বিরুদ্ধে আজই সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।’
২০২৩ সালের ১০ জুলাই ১০ পিস ইয়াবা ও এক গ্রাম হেরোইনসহ প্রবানকে আটক করেছিল পুলিশ। ওই ঘটনায় জেলহাজত খাটলেও তার বিরুদ্ধে কোনো সাংগঠনিক ব্যবস্থা নেয়নি ছাত্রলীগ।







































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































