অনলাইন ডেস্ক ১ এপ্রিল ২০২৪ , ১:৪৩:২৮
দেশে স্বাভাবিক রাজনীতি করার পরিবেশ নেই মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করে বলছেন, সারা দেশে তাদের নেতাকর্মীদের ওপর দমনপীড়ন চালানো হচ্ছে।
সোমবার (১ এপ্রিল) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেওয়ান শাহীনকে দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বিএনপি নেতাকর্মীদের ওপর দমনপীড়ন চলছে। স্বাভাবিক রাজনীতি করা যাচ্ছে না। দমনপীড়ন করেই সরকার ক্ষমতা ধরে রাখতে চায়। তবে বিএনপি যথাসময়ে নির্যাতন-নিপীড়নের উপযুক্ত জবাব দেবে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উত্তপ্ত পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বিএনপি ছাত্ররাজনীতি চায়, কিন্তু একদলীয় ছাত্র সংগঠন নয়। বুয়েটে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের নির্যাতনে এক সাধারণ ছাত্র মারা গেছেন। তাই জোর করে সেখানে ছাত্ররাজনীতির অনুমতি দেয়া ঠিক হবে না। বুয়েটকে সিদ্ধান্ত নিতে হবে সেখানে রাজনীতি উন্মুক্ত হবে কিনা।
চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করে সরকার তিলে তিলে বিএনপি চেয়ারপারস বেগম খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে বলেও অভিযোগ করেন গয়েশ্বর চন্দ্র রায়।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যের দাবি, খালেদা জিয়ার মৃত্যু হবে একটি হত্যাকাণ্ড। সরকার তার মৃত্যুর অপেক্ষায় আছে। যেদিন তার মৃত্যু হবে সেদিন আর কোথাও না হলেও গণভবনে মিষ্টি বিতরণ করা হবে।