
অনলাইন ডেস্ক ২৫ মার্চ ২০২৪ , ৩:৩৬:১৯
ভীষণ পেটব্যথা নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হন রোগী। কী কারণে এমনটি হচ্ছে জানতে এক্স-রে ও আলট্রাসনোগ্রাম করান চিকিৎসক।

রিপোর্ট দেখে চমকে ওঠেন চিকিৎসক নিজেই। রোগীর তলপেটে বসবাস করছে জীবন্ত এক ইল মাছ (বাইম মাছ সদৃশ)।ভিয়েতনামের উত্তরাঞ্চলীয় কুয়াং নিহ প্রদেশে সম্প্রতি এই ঘটনা ঘটেছে। বলে জানিয়েছে অডিটি সেন্ট্রাল ডটকম।
অডিটি সেন্ট্রাল ডটকমের খবরে বলা হয়েছে, সেখানে ৩৪ বছর বয়সী এক ব্যক্তি বেশ কিছুদিন ধরে পেটব্যথায় ভুগছিলেন।
হাই হা ডিস্ট্রিক্টের মেডিকেল সেন্টারে গিয়ে আলট্রাসনোগ্রাম করার পর তার পেটব্যথার অদ্ভুত কারণটি জানা যায়।
এরপর জরুরি ভিত্তিতে ওই ব্যক্তির অস্ত্রোপচার করে পেটের ভেতর থেকে জীবন্ত ইলকে বের করা হয়। এটি লম্বায় ছিল ৩০ সেন্টিমিটার।
পেটে কীভাবে ঢুকল অতো বড় এক জীবন্ত প্রাণী?
চিকিৎসকদের ধারণা, কোনোভাবে এটি রোগীর মলদ্বার দিয়ে শরীরে ঢুকেছে এবং তলপেটে গিয়ে আশ্রয় নিয়েছে।
এ খবরে সবাই বিস্মিত হলেও চিকিৎসকদের বিস্ময় অন্য কথায়। সফল অস্ত্রোপচারে বের করে আনা ইলটির বেঁচে থাকায় বিস্মিত তারা।
রোগীর চিকিৎসক ফাম মান হং স্থানীয় সাংবাদিকদের বলেন, ‘এটি খুবই বিরল ঘটনা। ইলের কারণে ওই ব্যক্তি অন্য কোনো সমস্যায় সংক্রমণের শিকার হওয়ার আশঙ্কা ছিল। ভাগ্য ভালো তা হয়নি, অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে।’
জানা গেছে, রোগীর আর পেট ব্যথা করছে না। তবুও তাকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।
সূত্র : নিউইয়র্ক পোস্ট





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































