
বিনোদন ডেস্ক ২৫ মার্চ ২০২৪ , ১২:১৭:৪৬
ভারতীয় তারকাদের রাজনীতিতে আসা কোনো নতুন ঘটনা নয়। এবার বলিউড এবং দক্ষিণী অভিনেত্রী নেহা শর্মার রাজনীতিতে আসার জল্পনা শোনা যাচ্ছে। মূলত নেহার বাবার এক মন্তব্যে এই জল্পনার সূত্রপাত ঘটে। তিনি মন্তব্য করেছিলেন, আসন্ন লোকসভা নির্বাচনে বিহার রাজ্যের ভাগলপুর থেকে কংগ্রেসের প্রার্থী হতে পারেন নেহা। বিহারের ভাগলপুরকে কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে ধরা হয়।

সম্প্রতি অজয় শর্মা সংবাদমাধ্যমে বলেন, ‘বিহারে মহাগঠবন্ধনের শরিক দলগুলোর মধ্যে আসন সমঝোতা এখনো চূড়ান্ত হয়নি। রফা নিয়ে আলোচনা চলছে। তবে ভাগলপুর লোকসভা আসনটি কংগ্রেসের পাওয়া উচিত। কারণ এটি আমাদের শক্ত ঘাঁটি। যদি আমরা এই আসন পাই, তবে কে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন, তা দলের হাইকমান্ড ঠিক করবে। যদি দল আমাকে প্রশ্ন করে, বলব, আমার মেয়ে নেহা শর্মা এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। তবে এর জন্য আমাদের অপেক্ষা করতে হবে।’
নেহার বাবা অজয় শর্মা, বিহারের একজন কংগ্রেস নেতা। পাশাপাশি তিনি ভাগলপুরের বিধায়ক। অজয় শর্মা ২০১৪-এর উপনির্বাচন থেকে টানা তিনবার ভাগলপুর বিধানসভা আসনে কংগ্রেসের প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন। ভাগলপুর লোকসভা আসনে অবশ্য ১৯৮৪-র পরে কখনো জিততে পারেনি কংগ্রেস।
উল্লেখ্য, ২০০৭ সালে দক্ষিণ ভারতীয় পরিচালক পুরী জগন্নাথের ‘চিরুথা’ সিনেমার মাধ্যমে আত্মপ্রকাশ নেহার। এতে রামচরণের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। এরপর ২০০৯ সালে ‘কুরুদ্দু’ নামে একটি তেলুগু সিনেমায় অভিনয় করেন নেহা। নেহার বলিউডে আত্মপ্রকাশ ২০১০ সালে। অভিনেতা ইমরান হাশমির বিপরীতে ‘ক্রুক’ সিনেমায় অভিনয় করেন তিনি। এই ছবি বক্স অফিসে সাফল্যও পেয়েছিল। নেহা শর্মা’কে সবশেষ ২০২৩ সালে নওয়াজউদ্দিন সিদ্দিকীর ‘জোগিরা সারা রা রা’য় দেখা গিয়েছিল।







































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































