অনলাইন ডেস্ক ৪ এপ্রিল ২০২৪ , ১২:৪৪:২৪
বলিউড বাদশা শাহরুখ খানের সব কিছু নিয়েই ভক্তদের আগ্রহ তুঙ্গে। এ বছরের আইপিএলের পয়েন্ট টেবিল প্রতিদিনই ওলটপালট হয়ে যাচ্ছে। বুধবার (৩ মার্চ) শাহরুখের কেকেআর হারিয়েছে দিল্লিকে। সেই উত্তেজনার ম্যাচে শাহরুখের পাশে বসে থাকা সুন্দরী নারীর দিকে ছিল সবার নজর।
এদিনের ম্যাচ থেকে ভাইরাল হওয়া প্রতিটি ভিডিওতে নজর কেড়েছেন তিনি। তাকে নিয়ে নেটিজেনদের শুরু হয়েছে কৌতূহল।
তিনি শাহরুখ খানের ম্যানেজার পূজা দাদলানি। ২০১২ সাল থেকে শাহরুখের ম্যানেজার হিসেবে কাজ করছেন তিনি। বিপদে-আপদে একেবারে ছায়াসঙ্গীর মতোই পাশে থাকেন পূজা। এক দশকে তিনিও শাহরুখের পরিবারের একজন হয়ে উঠেছেন।
পূজা দাদলানির সঙ্গে গৌরী খানেরও দারুণ বন্ধুত্ব। তাই নিজের হাতে পূজার বাড়ি সাজিয়ে দিয়েছেন গৌরী। কারণ ইন্টেরিয়র ডিজাইনার হিসেবে খ্যাতি রয়েছে তার।
শাহরুখের সিনেমার থেকে শুরু করে প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং আইপিএল টিম কেকেআর-এর যাবতীয় সব কিছুর দেখাশোনা করেন পূজা। যার জন্য মোটা টাকার বেতনও পান।
পূজার বার্ষিক আয় শুনলে চোখ কপালে উঠবে। বছরে শাহরুখের কাছ থেকে পারিশ্রমিক হিসেবে ৭ থেকে ৯ কোটি টাকা পান তিনি।
ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, পূজা দাদলানির মোট সম্পত্তির পরিমাণ ৫০ কোটি। ২০০৮ সালে হিতেশ গুরনানিকে বিয়ে করেন পূজা। হিতেশ একজন ব্যবসায়ী। তাদের একটি কন্যাসন্তানও রয়েছে।