নিজস্ব প্রতিবেদকঃ ১৪ এপ্রিল ২০২৪ , ১:৫১:৩১
দক্ষ, নির্ভিক, স্বচ্ছ পেশাদার সাংবাদিকদের সমন্বয়ে দেশের প্রগতিশীল সাংবাদিকদের সূ-সংগঠিত করার উদ্দেশ্যে ১৩ এপ্রিল ২০২৪ ইং শনিবার সন্ধ্যায় গাজীপুরের টঙ্গীতে কয়েকজন পেশাদার সৃজনশীল সাংবাদিকদের উদ্যোগে স্থানীয় একটি রেষ্টরেন্টে এক সভায় ‘ইউনাইটেড প্রেসক্লাব অব বাংলাদেশ‘ নামে একটি সাংবাদিক সংগঠন আত্মপ্রকাশ করেছে।
বিশিষ্ট সাংবাদিক এবং সংগঠক এ.কে.এম শরিফুল ইসলাম খানের সভাপতিত্বে সভায় পেশাদার সাংবাদিকদের পেশাগত মান, স্বচ্ছতা বৃদ্ধি এবং তাদের ভবিষ্যত জীবনের আর্থ-সামাজিক নিরাপত্তার লক্ষ্যে সংগঠনের কার্যক্রম পরিচালনার লক্ষ্যে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
সর্বসম্মতিক্রমে বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক এ.কে.এম শরিফুল ইসলাম খানকে আহবায়ক, সিনিয়র সাংবাদিক ও নাগরিক সংগঠক ইফতেখার শিশিরকে যুগ্ম আহবায়ক এবং সিনিয়র সাংবাদিক, কবি ও সংগঠক মৃনাল চৌধুরী সৈকতকে সদস্য সচিব করে ৯ সদস্যের একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
আহবায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সাংবাদিক মো. কামরুজ্জামান, মো. আবু নাঈম , মো. খোকা আমিন, মাহবুব আলম রবিন, শেখ মো. জাহাঙ্গীর আলম, ও বাবু শংকর রায়।
সংগঠনটি শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটিসহ তাদের সাংগঠনিক কার্যক্রম. লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আত্মপ্রকাশ করবে। এখানে প্রকাশ্য যে, মূলত দেশের পেশাদার সাংবাদিকদের মধ্যে ঐক্য ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করণে কাজ করবে বলে ঘোষণা করা হয়।