অনলাইন ডেস্ক ৫ এপ্রিল ২০২৪ , ৮:৫৩:৩০
বিএনপি ডান-বাম সবগুলো দলকে এক করে আন্দোলন করছে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইটের ওপর ইট গেঁথে তার দল সফলতার দিকে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
শুক্রবার (৫ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ঢাকা ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (ডিএফইউজে) উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা জানান।
ফখরুল বলেন, ‘অনেকেই ভাবছেন বিএনপির আন্দোলনে ২৮অক্টোবরের পর নস্যাৎ হয়ে গেছে? তা মোটেও না, ধীরে ধীরে ইটের ওপর ইট গেঁথে সফলতার দিকে এগিয়ে যাচ্ছি। আন্দোলন থামবে না।
গোটা দেশ ভয়াবহ পরিস্থিতির মধ্যে যাচ্ছে উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, ‘সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে সরকার। অর্থনীতি ধ্বংস করে দিয়ে ব্যাংক লোপাট করছে সরকারের লোকেরা।
তিনি আরও বলেন, ‘সরকার ভয়াবহভাবে দখল করে সবকিছু তছনছ করে দিচ্ছে। যারা কোন কিছু লিখে বলতে চায় তাদের সাইবার মামলা দেয়া হচ্ছে। ফ্যাসিবাদ যখন আক্রমণ করে তখন তাদের হাত থেকে গণমাধ্যমও রেহাই পায় না। মনে হয় না এটা স্বাধীন রাষ্ট্র, মনে হয় ফ্যাসিবাদী রাষ্ট্র।’
সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সরকার পতনের আন্দোলনে নামার অনুরোধ জানিয়েছেন মির্জা ফখরুল।