অনলাইন ডেস্ক ১৬ এপ্রিল ২০২৪ , ১২:৪৬:২৩
উইজডেনের ‘লিডিং ক্রিকেটার্স ইন দ্য ওয়ার্ল্ড’ ক্যাটাগরিতে জায়গা করে নিয়েছেন প্যাট কামিন্স ও ন্যাট সিভার ব্রান্ট। মঙ্গলবার (১৬ এপ্রিল) উইজডেনের ২০২৪ বর্ষপঞ্জি প্রকাশিত হয়েছে। সেখানে প্রথমবারের মতো জায়গা করে নিলেন এই দুই ক্রিকেটার।
এক যুগ পর অস্ট্রেলিয়ার পুরুষ দলের কেউ উইজডেনের ‘লিডিং ক্রিকেটার্স ইন দ্য ওয়ার্ল্ড’-এ নাম এলো। তার আগে অস্ট্রেলিয়ার পুরুষ ক্রিকেটার হিসেবে সবশেষ এটি জিততে পেরেছিলেন ২০১২ সালে মাইকেল ক্লার্ক।
কামিন্সের নেতৃত্বে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া। এছাড়াও আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল অজিরা। সেই দলকেও নেতৃত্ব দিয়েছেন কামিন্স। এর আগে ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজ ধরে রাখার কাজটি করেছে অস্ট্রেলিয়া, যে সিরিজ শেষ হয়েছে ২-২ এ।
উইজডেন সম্পাদক লরেন্স বুথ বলেন, ‘অস্ট্রেলিয়াকে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ, অ্যাশেজ ধরে রাখার সাফল্য এসেছে কামিন্সের নেতৃত্ব ধরে। প্রথম টেস্টে এজবাস্টনে তার শেষদিকে করা রানগুলোকে ধন্যবাদ দিলেও কম হয়ে যায়। এরপর ভারতে বিশ্বকাপ ফাইনালে নেতৃত্ব দিয়েছেন তিনি। ২০২৩ সালে আর কোনো পেসার তার চেয়ে বেশি ৪২ উইকেট সংগ্রহ করতে পারেননি।
এদিকে ইংলিশ নারী ক্রিকেটার সিভার ব্রান্টের ২০২৩ সালটা দুর্দান্ত কেটেছে। উইমেন’স অ্যাশেজে নিজের ভূমিকা রেখেছেন ব্যাট হাতে। সেই একাধিক সংস্করণের সিরিজে পরপর দুইটি ওয়ানডে সেঞ্চুরি এসেছে তার হাত ধরে। সেই সাফল্য ধরে রাখেন লঙ্কা সিরিজেও। ইংল্যান্ডের হয়ে রেকর্ড ৬৬ বলে সেঞ্চুরি গড়েন।
এদিকে উইজডেনের ‘ফাইভ ক্রিকেটার্স অব দ্য ইয়ার্স’ ক্রিকেটার হয়েছেন ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার নারী ও পুরুষদের পাঁচ ক্রিকেটার। অস্ট্রেলিয়ার মধ্যে রয়েছেন মিচেল স্টার্ক, উসমান খাজা, অ্যাশ গার্ডনার এবং ইংল্যান্ডের হ্যারি ব্রুক ও মার্ক উড। এই সম্মাননা কোন ক্রিকেটার জীবনেই একবারই পেয়ে থাকেন।