অনলাইন ডেস্ক ১ মে ২০২৪ , ৪:১৩:২৪
দেশজুড়ে তীব্র তাপদাহে মানুষের হাঁসফাঁস অবস্থার মধ্যে কেরানীগঞ্জের কদমতলী গোল চক্কর মোড় এলাকায় এক হাজার পথচারীদের মাঝে শরবত বিতরণ করেছে স্থানীয় সাংবাদিকরা।
বুধবার (১ মে) সকাল ১১টায় থেকে দুপুর ১টা পর্যন্ত বিনামূল্যে এই শরবত বিতরণ করা হয়।
ইমরান হোসেন ইমুর উদ্যোগে এই আয়োজনে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মজিবর রহমান, বাসসের হাজী মোস্তফা কামাল, ঢাকা জেলা ট্রাফিক দক্ষিণ বিভাগের পুলিশ প্রশাসন ইন্সপেক্টর মো. জাকির হোসেন, কেরানীগঞ্জ মডেল থানার তদন্ত অফিসার ইনচার্জ খালেদুর রহমান, সাংবাদিক অধিকার পরিষদের সহ- সভাপতি মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক, বাংলাভিশনের প্রতিনিধি আব্দুল গনি, দৈনিক ভোরের পাতার প্রতিনিধি শেখ শামীম উদ্দিন প্রমুখ।