অনলাইন ডেস্ক ৬ মার্চ ২০২৪ , ১০:৩৪:৪৪
গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের গাজা উপত্যকায় আগ্রাসন শুরু করে ইসরায়েল। এরপর থেকে টানা পাঁচ মাস ধরেই সেখানে নির্বিচারে নৃশংসতা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে অবরুদ্ধ ওই ভূখণ্ডে তীব্র মানবিক সংকটের সৃষ্টি হয়েছে। লাখ লাখ মানুষ তাদের ঘরবাড়ি হারিয়ে অস্থায়ী তাঁবুসহ আশ্রয় কেন্দ্রগুলোতে দিনাতিপাত করছে।
এই অবস্থায় গাজাবাসীর জন্য জীবন রক্ষাকারী খাদ্য সরবরাহ করা জরুরি হলেও সেই প্রচেষ্টা ইসরায়েল অবরুদ্ধ করে দিয়েছে বলে অভিযোগ করেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)।সংস্থাটি বলেছে, গত দুই সপ্তাহের মধ্যে প্রথমবারের মতো তারা সহায়তা প্রদানের চেষ্টা চালালেও উত্তর গাজায় তাদের ত্রাণবাহী গাড়ি অবরুদ্ধ করা হয়েছে।
গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিউএফপি) জানিয়েছে- ত্রাণবাহী ১৪টি লরির কনভয়কে একটি চেকপয়েন্ট থেকে ‘ফিরিয়ে’ দেওয়া হয়েছে এবং পরে ‘উন্মত্ত একদল লোক’ এগুলো লুট করে নিয়ে যায়। এই ঘটনা এমন এক সময়ে ঘটল যখন একদিন আগেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানায়, উত্তর গাজায় শিশুরা অনাহারে মারা যাচ্ছে।
ডব্লিউএফপি বলেছে, গাজার উত্তরাঞ্চলে ‘ব্যাপকভাবে প্রয়োজনীয় খাদ্য সরবরাহ’ করার প্রচেষ্টা মঙ্গলবার থেকে আবার শুরু হয়েছে। ‘কিন্তু সেই প্রচেষ্টা অনেকাংশেই ব্যর্থ হয়েছে’।
গত ১৫ দিনের মধ্যে উত্তর গাজায় খাদ্য সরবরাহের জন্য এটিই ছিল ডব্লিউএফপির প্রথম কোনও প্রচেষ্টা। এর আগে গত ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে গাজার উত্তরাঞ্চলে খাদ্য সরবরাহ বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয় ডব্লিউএফপি।
জাতিসংঘের এই সংস্থাটি সেসময় জানায়, ব্যাপক বিশৃঙ্খলার কারণে তাদের সহায়তা কনভয়গুলো সম্পূর্ণরূপে বিপর্যয় এবং সহিংসতার সম্মুখীন হয়েছে। সংস্থাটি আরও বলেছিল, এই সিদ্ধান্তটি সহজভাবে নেওয়া হয়নি। তাদের সদস্যরা ব্যাপক ভিড়, বন্দুকযুদ্ধ এবং লুটপাটের সম্মুখীনও হয়েছেন। সূত্র: বিবিসি