অনলাইন ডেস্ক ৩ এপ্রিল ২০২৪ , ১:১১:২৯
অপ্রত্যাশিতভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের মজুত কমে গেছে। পাশাপাশি ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনার মধ্যে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ বেড়েছে। এতে আন্তর্জাতিক বাজারে বেড়েছে দাম। বুধবার (৩ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এতে বলা হয়, জুন মাসে সরবরাহ হতে যাওয়া ব্রেন্ট ক্রুডের প্রতি ব্যারেলের দাম ২০ সেন্ট বা ০.২২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮৯ দশমিক ১২ ডলারে।
যেখানে মে মাসে সরবরাহ হতে যাওয়া ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১৭ সেন্ট বা প্রায় ০.২ শতাংশ বেড়ে ঠেকেছে ৮৫ দশমিক ৩২ ডলারে।
এছাড়া মঙ্গলবারের (২ এপ্রিল) লেনদেনে ব্রেন্ট ও ডব্লিউটিআই ক্রুড, উভয়ের দামই অক্টোবরের পর থেকে সর্বোচ্চ উঠে গিয়েছিল।
মার্কেট স্ট্যারেটিজিস্ট ইয়েপ জুন রং বলেন, ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনার মধ্যে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ বেড়েছে। যার ফলে বিশ্ববাজারে বাড়ছে দাম।