অনলাইন ডেস্ক ২০ এপ্রিল ২০২৪ , ২:২৯:৫৫
পাবনায় ডাকাতির প্রস্তুতির সময় তিন যুবককে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় ৩টি বোমা ও একটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
শনিবার (২০ এপ্রিল) দিবাগত রাতে ফরিদপুর থানার মঙ্গলগ্রাম মওলের মাঠ থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানায় র্যাব।
গ্রেফতারকৃতরা হলেন: ফরিদপুর থানার মঙ্গলগ্রাম এলাকার বক্কার হোসেনের ছেলে শাকিল (২০), শামীম (২৪), ও হামিদ প্রামাণিকের ছেলে ছাদেক (৪০)। তাদের সবার বিরুদ্ধেই হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
পাবনা র্যাব ১২ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার (মেজর) এহতেশামুল হক খান জানান, গ্রেফতাররা ২০২১ সালের সাথিয়ার আলমাস হত্যা মামলার আসামি। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
রাতে গোপন খবর আসে, তারা ডাকাতির পরিকল্পনা করছে। পরে র্যাবের অভিযানে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।