অনলাইন ডেস্ক ৪ মার্চ ২০২৪ , ৬:৩০:২২
মাদকবিরোধী অভিযান চালিয়ে ট্রাঙ্কের ভিতর থেকে গাঁজা জব্দসহ নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) দিনাজপুর। সোমবার দুপুরে দিনাজপুর পৌর শহরের বালুবাড়ি নিমকালী মন্দির এলাকা থেকে সাড়ে ৪ কেজি গাঁজাসহ ওই নারীকে গ্রেফতার করা হয়।
আটক নারী মাদক কারবারি দিনাজপুর পৌর শহরের ঢাকাইয়াপট্টি এলাকার মংলা মিয়ার মেয়ে জনি বেগম। সে বালুবাড়ি নিমকালী মন্দির এলাকায় ভাড়া বাড়ীতে থাকেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) জেলা কার্যালয় দিনাজপুরের উপপরিচালক মোঃ শহিদুল মান্নাফ কবীর জানান, গোপনে সংবাদ পেয়ে ডিএনসি’র একটি দল শহরের বালুবাড়ি নিমকালী মন্দির এলাকায় অভিযান চালায়। এসময় ওই নারী মাদককারবারির ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে ঘরের কোণে রাখা ট্রাঙ্কের ভিতর প্লাস্টিক কচটেপ দিয়ে মোড়ানো সাড়ে ৪ কেজি গাঁজা জব্দ করে। এসময় গ্রেফতার করা হয় নারী মাদককারবারি জনি বেগমকে। আটক নারী মাদক কারবারি জনি বেগম দীর্ঘদিন ধরে বাসা ভাড়া নিয়ে মাদকের কারবার চালিয়ে আসছিল।