অনলাইন ডেস্ক ৩১ মার্চ ২০২৪ , ২:৪৪:৫০
আমি দিশাকে টিকটকার বলেছি, কেননা আমি তাকে সবসময় টিকটকেই দেখেছি। সম্প্রতি গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন শিশুশিল্পী সিমরিন লুবাবা।
এ সময় দিশা মনির মা রিমা ইসমাথ ডেইজির স্ট্যাটাস প্রসঙ্গেও কথা বলেন। তিনি বলেন, দিশার মা বলেছে, আমি নাকি নিজের গুণে এগোয়নি। আসলে আমি এসব বলতেও চাই না।
দিশার মাকে কটাক্ষ করে লুবাবা বলেন, আমি কিন্তু আমার ফেসবুকে স্ট্যাটাস দিইনি। দিশার সঙ্গে কাজের প্রসঙ্গে লুবাবা বলেন, অনেক আগে ভিম লিকুইডের একটি কাজ আমরা একসঙ্গে করেছি। এর পর আর আমাদের দেখা হয়নি। সবশেষ চিত্রনায়িকা পরীমণির ছেলে পদ্মর জন্মদিনে আমাদের দেখা হয়। ওইদিন দিশার আম্মু আমাকে ডেকে বলেন, চলো ভিডিও বানাই। এই ভিডিও টিকটকে পোস্ট হবে আমি জানতাম না। পরদিন দেখি সেটি টিকটকে পোস্ট করা হয়েছে।
লুবাবা বলেন, আমি এখন দিশাকে চিনেছি। এ বিষয়ে আর কোনো ঝামেলা না করি। আমরা সবাই মিলেমিশে থাকি। আর অবশ্যই আমি কারো বিষয়ে খারাপ কথা স্ট্যাটাসে লিখব না।
মূলত সময় সংবাদে দেয়া এক সাক্ষাৎকারের কারণে আলোচনায় আসে লুবাবা। ওই ভিডিওতে দেখা যায়, শিশুশিল্পী দিশা মনিকে উদাহরণ দিয়ে সাংবাদিক একটি প্রশ্ন করলে দিশাকে চিনতে পারেন না লুবাবা। পরে সাংবাদিককে পাল্টা প্রশ্ন করে দিশা মনি কে? একপর্যায়ে টিকটকার দাবি করে চিনতে পারে লুবাবা।
ওই সাক্ষাৎকারের পরই দিশা মনির মা রিমা ইসমাথ ডেইজি ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাস দেন।