অনলাইন ডেস্ক ২৯ মার্চ ২০২৪ , ১১:৩৭:২১
ভারতে ধনী ও গরিবের মধ্যে আর্থিক বৈষম্য অতীতের সমস্ত রেকর্ড ছাড়িয়ে গিয়েছে এবং দেশের জাতীয় সম্পদের ৪০ শতাংশই রয়েছে দেশের ১ শতাংশ ধনকুবেরের হাতে। এমনটাই দাবি করেছে ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি ল্যাবের সাম্প্রতিক তথ্য।
ভারতের ‘আধুনিক বুর্জোয়াদের নেতৃত্বাধীন কোটিপতি ঔপনিবেশিক শক্তির নেতৃত্বে ব্রিটিশ শাসনামলের চাইতেও খারাপ’ -এমন কথাও বলা হয়েছে ‘ইনকাম অ্যান্ড ওয়েলথ ইনিকুয়ালিটি ইন ইন্ডিয়া, ১৯২২-২০২৩- দ্য রাইজ অব দ্য বিলিওনিয়ার রাজ’ শীর্ষক ওই প্রতিবেদনে।
প্রতিবেদনে বলা হয়, ২২-২৩ সালে ভারতের ধনীদের ১ শতাংশের উপার্জন ও সম্পদ সর্বোচ্চ হয়েছে। ওই ১ শতাংশের হাতে কুক্ষিগত হয়েছে দেশের মোট উপার্জনের ২২.৬ শতাংশ এবং মোট সম্পদের ৪০.১ শতাংশ। যা ১৯২২ সালের পর আর কখনও পৌঁছায়নি।
ভারতের ওই ধনকুবেরদের উপার্জন এবং সম্পদ বিশ্বের মধ্যেও অন্যতম সেরা। ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, এমন কী আমেরিকার মতো দেশগুলোর থেকেও এগিয়ে।
মার্কিন যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশী ধনীদের তালিকায় থাকা ১ শতাংশের হাতে রয়েছে দেশের মোট উপার্জনের ২০.৯ শতাংশ, ব্রিটেনের ক্ষেত্রে তা ১০.২ শতাংশ।
পরিসংখ্যান বলছে, আয়ের হিসাবে একেবারে উপরের দিকে থাকা দেশের ৯০ শতাংশ মানুষ একসঙ্গে যেখানে কোনোমতে দেশের গড় উপার্জনের সমান আয়ের সংস্থান করে উঠছেন ২০২২-২০২৩ সালে সেখানে সবচেয়ে ধনী ০.০০১ শতাংশ দেশবাসীর আয় ছিল গড় আয়ের ২ হাজার ৬৮ গুণ।
নিচের দিকে থাকা ৫০ শতাংশ দেশবাসীর আয় গড়ে ৭১ হাজার ১৩৬ টাকা। মাঝের অংশে থাকা ৪০ শতাংশ দেশবাসীর আয় গড়ে ১ লাখ ৬৫ হাজার ২৭৩ টাকা। উপরের ১০ শতাংশের গড় আয় ১৩ লাখ ৫২ হাজার ৯৮৫ টাকা। সেখানে শীর্ষে থাকা ১ শতাংশের গড় আয় ৫৩ লাখ ৫৪৯ টাকা। সর্বোচ্চ ০.১ শতাংশের গড় আয় ২ কোটি ২৪ লাখ ৫৮ হাজার ৪৪২ টাকা।
পরিমাণ আরও বেড়েছে সর্বোচ্চ ০০.১ এবং ০.০০১ শতাংশ ধনী নাগরিকদের ক্ষেত্রে। ২০২২-২০২৩ সালে সর্বোচ্চ ০০.১ ধনী ব্যক্তিদের গড় আয় ১০ কোটি ১৮ লাখ ১৪ হাজার ৬৬৯ টাকা এবং এবং ০.০০১ শতাংশ ধনী নাগরিকদের গড় আয় ৪৮ কোটি ৫১ লাখ ৯৬ হাজার ৮৭৫ টাকা।
সম্পদের হিসাবে বৈষম্যের কথাও তুলে ধরা হয়েছে ওই সমীক্ষায়।
২০২৩ সালের শেষের দিকে ভারতের সর্বোচ্চ ১ শতাংশ ধনীদের হাতে যেমন একদিকে যেমন জাতীয় সম্পদের ৪০.১ শতাংশ ছিল তেমনই- সম্পদের নিরিখে একেবারে নীচের দিকে থাকা মানুষের হাতে রয়েছে মাত্র ৬.৪ শতাংশ। গত ৬২ বছরে সম্পদের এই ফারাক সবচেয়ে বেশি।
তালিকার একেবারে নিচে থাকা ৫০ শতাংশ মানুষের গড় সম্পদ ২০২২-২০২৩ সালে টাকার নিরিখে যেখানে ১৩ লাখ ৮৯ হাজার ২৯ সেখানে সবচেয়ে ধনী ০.০০১ শতাংশের হাতে থাকা গড় সম্পদ টাকার নিরিখে ২ হাজার ২৬১ কোটি ৩৩ লাখ ৫৪ হাজার ৯২৮।
মালিকানার প্রেক্ষিতেও বৈষম্যের কথা বলা হয়েছে প্রতিবেদনে। বলা হয় দুই দশক আগেও সবচেয়ে ধনী ১ শতাংশের হাতে জাতীয় সম্পদের ২৫.৪ শতাংশ ছিল। অন্যদিকে, নিচের দিকে থাকা ৫০ শতাংশ ভারতবাসীর হাতে ছিল জাতীয় সম্পদের ৬.৯ শতাংশ। সূত্র: বিবিসি বাংলা