অনলাইন ডেস্ক ১৬ জুন ২০২৪ , ১০:৫৩:৪৮
সৌদি আরবের সঙ্গে মিল রেখে মৌলভীবাজার সার্কিট হাউস এলাকায় পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ জুন) সকাল ৭টায় অনুষ্ঠিত এ ঈদের জামাতের ইমামতি করেন আলহাজ আব্দুল মাওফিক চৌধুরী। এতে শতাধিক মুসল্লি (নারী-পুরুষ) অংশ নেন। নামাজ শেষে মুসল্লিরা বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে মোনাজাত করেন।
আলহাজ আব্দুল মাওফিক চৌধুরী জানান, তিনি মূলত চাঁদের সঙ্গে মিল রেখে ঈদ পালন করে আসছেন। সৌদির সঙ্গে মিল রেখে নয়। দীর্ঘ পনের বছর ধরে এ ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে।