অনলাইন ডেস্ক ১৪ মার্চ ২০২৪ , ৩:১৫:০৩
গানের পাশাপাশি সমসাময়িক নানা অনাচার নিয়ে সরব থাকেন বাংলা গানের যুবরাজ আসিফ আকবর। রমজান উপলক্ষ্যে বিশ্বজুড়ে যখন নিত্যপণ্যের দাম কমেছে, সেখানে বিপরীত চিত্র বাংলাদেশে। রমজান মাস এলেই বাংলাদেশের ব্যবসায়ীরা সাধারণ মানুষকে কীভাবে ঠকিয়ে অধিক মুনাফা করা যায় সেই ধান্দায় থাকেন।
বিষয়টি নিয়ে রোজার প্রথম দিন মঙ্গলবার ফেসবুকে ক্ষোভ ঝাড়লেন আসিফ।
তিনি লিখেছেন— পবিত্র রমজান উপলক্ষ্যে সারা মুসলিম জাহানে দ্রব্যমূল্য কমেছে। এমনকি ইউরোপের দেশগুলোতেও এর প্রভাব লক্ষণীয়। ধর্মীয় উৎসব এলেই সারা দুনিয়ায় জিনিসপত্রের দাম কমে আর বিভিন্ন ডিসকাউন্ট অফার চলতে থাকে। বাংলাদেশ কি অতিমুসলিমপ্রবণ দেশ হয়ে গেল! তার ফলেই কি এসব পরিণতি! দ্রব্যমূল্য বৃদ্ধিতে চারদিকে মানুষের হাহাকার! এগুলো দেখার মতো রাষ্ট্রে দায়িত্বশীল কি কেউ নেই! না কি রাষ্ট্র লাওয়ারিশ হয়ে গেছে!!!
রমজানের কারণে এক মাস ছুটিতে যাচ্ছেন ইবলিশ। সেই সঙ্গে নিজের দায়িত্ব বাংলাদেশের ব্যবসায়ীকে বুঝিয়ে দিচ্ছেন—ফেসবুকে এমন ক্যাপশনে একটি ছবি দেখা যাচ্ছে।
এই ছবিটি দিয়ে আসিফ আকবর আরও লিখেছেন, ফেসবুকে পাওয়া এই ছবি এবং ক্যাপশন যিনি আবিষ্কার করেছেন, তাকে স্যালুট। আসলেই বাংলাদেশের ব্যবসায়ীরা এখন সাক্ষাৎ শয়তানে পরিণত হয়েছে। দুর্বল রাষ্ট্র ব্যবস্থাপনা এদের কাছে জিম্মি। জিম্মি সারা দেশের মেরুদণ্ডহীন নির্লিপ্ত জনগণ, যারা নিজেরা সুবিধা পেলে আর প্রতিবাদ করে না, প্রতিরোধ তো দূরের কথা।
এই বর্বর ব্যবসায়ী ও অত্যাচারী পৃষ্ঠপোষকদের প্রতি ধিক্কার জানানোর ভাষাও জানা নেই ! নিশ্চয়ই আল্লাহ এর সঠিক বিচার করবেন এবং তিনিই সর্বোত্তম পরিকল্পনাকারী… আমিন।