অনলাইন ডেস্ক ৩ মার্চ ২০২৪ , ১০:০৭:০৯
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় রাফা শহরে তাঁবু-নির্মিত আশ্রয় শিবিরে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ১১ ফিলিস্তিনি নিহত হয়েছে। হামলায় আরও অর্ধশত মানুষ আহত হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
গাজায় অন্য এক হামলায় ১৭ জন নিহত হওয়ার কয়েক ঘণ্টা পরে এই হামলা ও প্রাণহানির ঘটনা ঘটল।মূলত ইসরায়েলি হামলার কারণে রাফা শহরে লাখ লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনি অবস্থান করছে এবং অনেকে কোনও আশ্রয়কেন্দ্রে জায়গা না পেয়ে তাঁবু-নির্মিত অস্থায়ী এসব আশ্রয় শিবিরে থাকতে বাধ্য হচ্ছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, রাফা শহরের তাল আস-সুলতানের আল-হেলাল আল-ইমিরাতি মাতৃত্ব হাসপাতালের প্রবেশপথের পাশে অবস্থিত তাঁবুতে শনিবারের ড্রোন হামলায় আরও অন্তত ৫০ জন আহত হয়েছে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, হাসপাতালের প্যারামেডিক ইউনিটের প্রধান আবদেল ফাত্তাহ আবু মারহি শনিবারের এই হামলায় নিহত হয়েছে এবং আহতদের মধ্যে শিশুরাও রয়েছে। সূত্র: আল জাজিরা