বিনোদন ডেস্ক ২৫ মার্চ ২০২৪ , ১২:০৮:০০
আসছে ঈদে মুক্তি পাবে ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত ‘রাজকুমার’ সিনেমাটি। কদিন ধরেই কানাঘুষো চলছিল এ সিনেমায় দেখা যেতে পারে চিত্রনায়িকা মাহিয়া মাহিকেও। এবার একটি সূত্র নিশ্চিত করেছে, বিগ বাজেটের এ সিনেমাতেই আসলেই অভিনয় করছেন মাহি। তবে শাকিবের বিপরীতে কোনো চরিত্রে নয়, এই সুপারস্টারের মায়ের ভূমিকায় দেখা যাবে মাহিকে।
যদিও এ বিষয়ে মাহির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য মেলেনি। তবে যেহেতু এই সিনেমার বাকি চরিত্রগুলোকে আড়ালেই রাখা হয়েছে, তাই ধারণা করা হচ্ছে মাহি থাকছেন শাকিবের সঙ্গে ‘রাজকুমার’-এ। গেল বছরের শেষে ঢাকায় শুরু হয় বিগ বাজেটের এই সিনোমর শুটিং। এরপর পাবনা, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, সাজেক ও আমেরিকার নিউইয়র্কে হয়েছে সিনেমাটির বিভিন্ন অংশের দৃশ্যধারণ।
জানা গেছে, পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবাজ তরুণের বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যাত্রার গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে রাজকুমার। এতে শাকিবের নায়িকা মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। আসন্ন ঈদে বাংলাদেশের পাশাপাশি সিনেমাটি মুক্তি দেওয়া হবে যুক্তরাষ্ট্র, লন্ডন, মধ্যপ্রাচ্য, কানাডা, ইন্ডিয়াসহ বিভিন্ন দেশে।
ইতোমধ্যেই প্রকাশ পেয়েছে সিনেমার প্রথম পোস্টার। যেখানে দেখা মিলেছে নিউইয়র্কের ঐতিহাসিক ‘স্ট্যাচু অফ লিবার্টি’র সঙ্গে শাকিব খানের ছবি। দুই একদিনের মধ্যেই প্রকাশ পাবে সিনেমার প্রথম গান, যে গানকে বছরের সেরা গান হিসেবে মন্তব্য করেছেন রাজকুমার পরিচালক হিমেল আশরাফ।
উল্লেখ্য, জুটি বেঁধে শাকিব-মাহির প্রথম কাজ ২০১৩ সালে। জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় পিএ কাজল পরিচালিত ‘ভালোবাসা আজকাল’ সিনেমায় প্রথমবার একসঙ্গে হাজির হয়েছিলেন তারা। সাত বছর পর ২০২০ সালে তারা জুটি বাঁধেন অনন্য মামুন পরিচালিত ‘নবাব এলএলবি’ সিনেমায়। সে সিনেমাটি বেশ আলোচনায় এসেছিল।