মো. রিয়াদ হোসাইন ৭ মার্চ ২০২৪ , ৫:৫২:১০
গাজীপুরের কালীগঞ্জে ৭ই মার্চ উপলক্ষ্যে ভাষা শহীদদের স্মরণে একুশে বই মেলার ২য় ও সমাপনী দিনে আলোচনা সভা ও প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
বৃহষ্পতিবার (৭ মার্চ) বিকেলে উপজেলার কেন্দ্রিয় পাঠাগার চত্ত¡রে এ মেলা উদযাপিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামান এমপি।
এ সময় কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন।
উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ইসরাত জাহান ও জাতীয় মহিলা সংস্থা কালীগঞ্জ উপজেলা শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন বেগমের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ পৌর মেয়র এসএম রবীন হোসেন, বিভিন্ন ইউনিয়নের সাবেক ও বর্তমান চেয়ারম্যান, উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী, মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী, উপজেলা আওয়ামিলীগ ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা নেত্রীসহ সহ উপজেলায় কর্মরত ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ।
এর আগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে নৃত্য ও সংগীত পরিবেশিত হয়।
পরে মেলায় অংশগ্রহণকারী স্টল থেকে ১ম, ২য় ও ৩য় ক্যাটাগরিতে বিজয়ী ৩টি স্টলকে পুরস্কৃত করা হয়।
এছাড়াও কালীগঞ্জ কেন্দ্রীয় পাঠাগারের ১৭ জন আজীবন সদস্যকে সম্মাননা প্রদান, স্থানীয় ৫ জন বই লেখক, বুক রিভিউ প্রতিযোগিতায় দুইটি গ্রুপে ৬ জন এবং মেলায় উন্মুক্ত আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ী ৩ জনকে পুরস্কৃত করা হয়।