
অনলাইন ডেস্ক ৩১ মার্চ ২০২৪ , ৮:৪১:৪৩
মুসল্লিরা যেন নির্বিঘ্নে এবং নিরাপত্তাসহ ইবাদত-বন্দেগি করতে পারেন তা নিশ্চিতে কাবা থেকে এখন পর্যন্ত ৪ হাজার মুসল্লিকে গ্রেপ্তার করেছে সৌদি আরব। এছাড়াও ওমরাহর ভুয়া অফার দিয়ে বিদেশিদের সঙ্গে প্রতারণার অভিযোগে ৩৫টি প্রতারক প্রতিষ্ঠানকে শনাক্ত এবং সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে বলে গালফ নিউজ জানিয়েছে।

রোববার (৩১ মার্চ) মধ্যপ্রাচ্যভিত্তিক এ সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
বছরের অন্যান্য সময়ের চেয়ে রমজানে কাবায় মুসল্লিদের ভিড় বৃদ্ধি পায়।বিশেষ করে রমজানের শেষ ১০দিনে মুসল্লিদের ঢল নামে। এ সময়টায় অনেকে ওমরাহ করার চিন্তা-ভাবনা করে থাকেন। ভিড় কমানোর জন্য মুসল্লিদের কিছু নির্দেশনা দিয়েছে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।
মন্ত্রণলায় এক নির্দেশনায় মুসল্লিদের আহ্বান জানিয়েছে, কাবায় আসার বদলে তারা যেন হোটেরে নামাজের যে ব্যবস্থা রয়েছে সেখানে নামাজ আদায় করেন।
এবারের রমজানে একজন মুসল্লিকে শুধু একবারই ওমরাহ করার সুযোগ দিচ্ছে সৌদি। ভিড় কমাতে এ সিদ্ধান্ত নেয় দেশটি। ওমরাহ করতে সৌদির সরকারি ওয়েবসাইট নুসুকে অনুমতি নিতে হয়। কেউ যখন একবার ওমরাহ করেন তখন সেটি অ্যাপে লিপিবদ্ধ হয়ে যায়। যখন একই ব্যক্তি আবারও ওমরাহর অনুমতি চেয়ে আবেদন করেন তখন তাকে একটি বার্তা পাঠানো হয়।
এতে বলা আছে রমজানে একজন একবারই ওমরাহ করতে পারবেন।
সূত্র: গালফ নিউজ




































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































