
অনলাইন ডেস্ক ১ এপ্রিল ২০২৪ , ১:১০:৩৭
ট্রেডিং করপোরেশন বাংলাদেশ (টিসিবি) ভারত থেকে আমদানি করা ১৬৫০ মেট্রিকটন পেঁয়াজের প্রথম চালান অবশেষে সিরাজগঞ্জ শহরের রেল ইয়ার্ডে এসে পৌঁছেছে। সোমবার (১ এপ্রিল) সকাল ৬টার দিকে পেঁয়াজের এই চালানটি সিরাজগঞ্জে এসে পৌঁছায়। এখন চলছে খালাস কার্যক্রম। তবে জনগণের চাহিদা পূরণের লক্ষ্যে আজ থেকেই খোলা বাজারে প্রতি কেজি পেঁয়াজ ৪০ টাকা দরে বিক্রি হবে বলে জানান সংশ্লিষ্টরা।

এদিকে সকাল ৯টা থেকে ওই পেঁয়াজের খালাস কার্যক্রম শুরু হয়। এখান থেকে ট্রাকে করে পেঁয়াজগুলো ডিলারদের মাধ্যমে চলে যাবে ঢাকা, গাজীপুর ও চট্টগ্রামে।
শহরের রায়পুর রেলওয়ে স্টেশনের ইনচার্জ ইসমাইল হোসেন বলেন, সকাল ৬টায় দিকে পেঁয়াজবোঝাই ইন্ডিয়ান রেলওয়ের ওয়াগনগুলো সিরাজগঞ্জ শহরে এসে পৌঁছায়। তবে লাইনের কারণে প্রথমে আসে ৩১টি ওয়াগন, বাকি ১১টি আসে সকাল ৯টার দিকে। এখন খালাস কার্যক্রম চলছে।
ট্রেডিং কর্পোরেশন বাংলাদেশের (টিসিবি) যুগ্ম-পরিচালক প্রতাপ কুমার জানান, আমদানি করা পেঁয়াজের প্রথম চালানটি ভালোভাবে এসে পৌঁছেছে। এরপর শুরু হয়েছে খালাস কার্যক্রম। এখান থেকে ১০০ ডিলারের মাধ্যমে প্রথমে ১০০ মেট্রিকটন পেঁয়াজ ঢাকার ডিলারদের মাধ্যমে যাবে। এরপর বাকিগুলো আমরা চট্টগ্রাম ও গাজীপুরের ডিলারদের মধ্যে বণ্টন করবো। জনগণের চাহিদা পূরণের লক্ষ্যে আজ থেকেই খোলা বাজারে প্রতি কেজি ৪০ টাকা দরে বিক্রি হবে বলেও জানান তিনি।
উল্লেখ, ৪২টি ওয়াগনে এক হাজার ৬৫০ মেট্রিকটন পেঁয়াজ রোববার (৩১ মার্চ) বিকেলে দর্শনা বন্দর হয়ে দেশে পৌঁছায়। পেঁয়াজের এই চালানটি রফতানি করেছে ভারতের ন্যাশনাল কো-অপারেটিভ এক্সপোর্টস লিমিটেড।





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































