
অনলাইন ডেস্ক ৪ এপ্রিল ২০২৪ , ৩:৩২:৩১
কিশোরগঞ্জের হোসেনপুরে গভীর রাতে মসজিদের অজুখানা থেকে ফুটফুটে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। বুধবার (৩ এপ্রিল) গভীর রাতে উপজেলার শাহেদল ইউনিয়নের বাসুরচর গ্রামের একটি মসজিদের অজুখানা থেকে ওই ছেলে শিশুটিকে উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, রাত ১টার দিকে মসজিদের অজুখানায় নবজাতকের কান্না শুনতে পান স্থানীয়রা। এরপর শিশুটিকে দেখে পুলিশে খবর দেন তারা। পরে পুলিশ এসে ওই নবজাতককে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকু বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার দিবাগত রাত প্রায় ১টার দিকে হোসেনপুর থানা পুলিশের সহযোগিতায় ওই শিশুটিকে হাসপাতালে নেয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে নবজাতককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাকে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে।






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































