
অনলাইন ডেস্ক ২৮ এপ্রিল ২০২৪ , ১১:৩৬:৫০
চাকরি পাওয়ার আনন্দে কত কিছুই করে মানুষ। উৎসবে মেতে উঠেন, পার্টি দেন, বন্ধুদের সঙ্গে হৈ-হুল্লোড়ও করেন অনেকে। কিন্তু চাকরি ছেড়ে দিয়ে যে কেউ এমন আনন্দে মেতে উঠতে পারেন তা এই যুবককে না দেখলে বোঝা যেত না।

দ্য ইকোনমিক টাইমস জানিয়েছে, ঘটনাটি ঘটেছে ভারতের পুনেতে। অনিকেত নামের ওই যুবক বিক্রয় সহযোগী হিসেবে চাকরি করতেন। অফিসের কর্মপরিবেশ ভালো না হওয়ায় চাকরি ছাড়েন তিনি। এরপর ঢোল বাজিয়ে অফিসের নিচে বসের সামনে নাচানাচি ও আনন্দ উল্লাস করেন তিনি। আর তার এই নাচের দৃশ্য ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ভিডিওতে অনিকেত বলেন, বসের কাছে তার কোনো সম্মান ছিল না। চাকরিও ছাড়তে পারছিলেন না, কারণ-তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান। তিন বছর ধরে চাকরি করেছেন এবং এসময়ে তার বেতন খুব কম বেড়েছে।
অনিকেতের চাকরি ছাড়াকে স্মরণীয় করে রাখতে বন্ধু ভগত তার অফিসের বাইরে বন্ধুদের নিয়ে একটি ‘সারপ্রাইজ পার্টির আয়োজন করেন। তারা ঢোল নিয়ে আসে এবং অনিকেতের অফিসের ম্যানেজারের বের হওয়ার জন্য অপেক্ষা করতে থাকেন। যখন ম্যানেজার বের হয়, তখন অনিকেত হাত নেড়ে ‘সরি স্যার, বাই-বাই’ বলেন।
এরপর তিনি ঢোলের তালে বসের সামনে নাচতে থাকেন। এমন কাণ্ডে ম্যানেজারের মুখেও বিরক্তির ছাপ দেয়া যায়। এসময় তিনি ক্যামেরায় ছবি তোলা ও ভিডিও বন্ধ করার চেষ্টাও করেন।





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































