
অনলাইন ডেস্ক ৯ আগস্ট ২০২৪ , ৫:১০:৩১
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন তুরস্কের ফার্স্ট লেডি অ্যামিন এরদোগান। এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম টিআরটি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করার পর ড. মুহাম্মদ ইউনূসকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অভিনন্দন বার্তা পোস্ট করেন এরদোয়াগান পত্নী অ্যামিন।
অভিনন্দন বার্তার শুরুতেই জাতিসংঘের উপদেষ্টা বোর্ডে ড. ইউনূসের অবদানের কথা উল্লেখ করেন অ্যামিন। তিনি ওই বোর্ডে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে ড. ইউনূসকে ধন্যবাদ জানান।
ইউনূসের সাফল্য কামনা করে এরদোগানপত্নী বলেন, ‘আমি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে মুহাম্মদ ইউনূসের নতুন পদে সাফল্য কামনা করছি। আমি বিশ্বাস করি বাংলাদেশে ড. ইউনূসের মূল্যবান সেবা সমাজের সব অংশকে আশা ও শান্তি দেবে।
তিনি আরও বলেন, ‘আমি বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ জনগণকে তাদের সমৃদ্ধি এবং মঙ্গলের জন্য আন্তরিক শুভেচ্ছা জানাই।’






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































